জেএফএ অনূ-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে শেরপুর ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে টাঙ্গাইল জেলা দল। মঙ্গলবার (২২ মার্চ) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ভেন্যুর ফাইনাল ম্যাচে ময়মনসিংহ জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইলের কিশোরীরা।
খেলার শুরু থেকেই টাঙ্গাইলের কিশোরীরা চমৎকার নৈপূণ্যে ফুটবলা খেলা প্রদর্শন করে। সময় বাড়ার সাথে সাথে আক্রমণ বাড়াতে থাকে তারা। বিপরীতে ময়মনসিংহের মেয়েরাও সমানতালে লড়াই করে। দুই দলের পাল্টাপাল্টি লড়াইয়ে জমজমাট হয়ে ওঠে ফাইনালের লড়াই। টাঙ্গাইলের কিশোরীরা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও ২৭তম মিনিটে এগিয়ে যায়।
ফাউলের সুবাদে পাওয়া ফ্রি কিকে প্রায় ৪০ গজ দূর থেকে টাঙ্গাইলের অধিনায়ক ও মিডফিল্ডার সিরাত সাবরিনা প্রতিপক্ষের জালে সরাসরি বল প্রবেশ করলে ১-০ গোলে এগিয়ে যায় টাঙ্গিইল। এর আগে আরও দু’টি ফ্রি কিক বারপোস্টে বাধা পেয়ে প্রতিহত হয়েছি।
গোল হজম করে ময়মনসিংহের মেয়েরাও আক্রমণ বাড়াতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে চলা খেলা মাঝে ৪৮তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে টাঙ্গাইল। কর্নার কিক থেকে আসা বলে ৯ নম্বর জার্সিধারি তানজিলা আফরোজ হীরা আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর খেলায় ফিরতে পারেনি ময়মনসিংহের মেয়েরা। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে টাঙ্গাইলের কিশোরীরা। প্রাথমিক পর্বে নেত্রকোনা ও শেরপুরের বিরুদ্ধে একতরফা খেলে ফাইনালে উন্নীত হয়েছিল টাঙ্গাইল।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এ সময় ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেস ক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, বাফুফে’র ম্যাচ কমিশনার মানস বোস বাবুরাম, কোচ আমিন রানা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জাকির হোসেন বাবুল, সচিব জিন্নত আলী সহ ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটি ফর ওমেন্স ফুটবলের আয়োজনে জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুতে প্রাথমিক রাউন্ডে স্বাগতিক শেরপুরসহ ৫টি জেলার অনূ-১৪ নারী ফুটবল দল অংশগ্রহণ করে।
ভেন্যুর খেলা শেষ হওয়ার পর ২৫ মার্চ (শুক্রবার) থেকে রাজশাহীতে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। দেশের মোট ৭ ভেন্যুর চ্যাম্পিয়ন ৭ জেলা দল ও একটি সেরা রানার-আপ দলসহ মোট ৮টি দল চূড়ান্ত পর্বে খেলবে।
স্পোর্টসমেইল২৪/শেরপুর/আরএস