হীরার হ্যাটট্রিক গোলে টাঙ্গাইল কিশোরীদের দুর্দান্ত জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২০ মার্চ ২০২২
হীরার হ্যাটট্রিক গোলে টাঙ্গাইল কিশোরীদের দুর্দান্ত জয়

শেরপুর ভেন্যুতে জেএফএ অনূ-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে উদ্বোধনী খেলায় নেত্রকোনা জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে টাঙ্গাইল জেলা দল। দলের পক্ষে হ্যাটট্রিক গোল করেছেন স্ট্রাইকার তানজিলা আফরোজ হীরা। দিনের অপর খেলায় কিশোরগঞ্জ জেলা দল না আসায় ময়মনসিংহ জেলা দল ২-০ গোলে ওয়াকওভার লাভ করেছে।

রোববার (২০ মার্চ) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কিকঅফের পর থেকেই টাঙ্গাইল জেলার কিশোরীরা ছন্দময় ফুটবল খেলা উপহার দেয়। টাঙ্গাইলের কিশোরীদের দুর্দান্ত খেলায় শুরুতেই চাপে পড়ে যায় নেত্রকোনা জেলার কিশোরীরা।

টাঙ্গাইলের আক্রমণের ধার বাোয় নেত্রকোনার অর্ধেই খেলা চলতে থাকে, এর এক পর্যায়ে ২৮তম মিনিটে এগিয়ে যায় টাঙ্গাইল। দলের ৯ নং জার্সিধারী স্ট্রাইকার তানজিলা আফরোজ হীরা ডি-বক্সের মাথায় দুই খেলোয়াড়কে কাটিয়ে দর্শনীয় শটে গোল আদায় করেন।

১-০ গোলে এগিয়ে থাকা টাঙ্গাইল দল বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। ফলে নেত্রকোনার কিশোরীরা কেবল প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতেই ব্যস্ত সময় পার করে। চাপ বজায় রেখে দ্বিতীয়ার্ধের ৪৬তম ও ৫৪তম মিনিটে নেত্রকোনার তানজিলা আফরোজ হীরা আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। দলের পক্ষে ৫৮তম মিনিটে অপর গোলটি করেন ৮ নং জার্সিধারী মিডফিল্ডার সুরমা আক্তার।

উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বেলুন উড়িয়ে শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বাফুফে কর্মকর্তা মানস বোস বাবুরাম, বাফুফে কোচ আমিন রানাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটি ফর ওমেন্স ফুটবলের আয়োজনে জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুতে স্বাগতিক শেরপুরসহ মোট ৫টি জেলার অনূ-১৪ নারী ফুটবল দল অংশগ্রহণ করছে। প্রথম দিনের অপর খেলায় কিশোরগঞ্জ জেলা দল না আসায় ময়মনসিংহ জেলা দল ২-০ গোলে ওয়াকওভার লাভ করেছে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে লড়বে পাঁচ জেলার কিশোরী ফুটবলাররা

শেরপুরে লড়বে পাঁচ জেলার কিশোরী ফুটবলাররা

দূরের স্টেডিয়ামে অনুশীলনে যেতে বাইসাইকেল পেল ২৫ ক্ষুদে খেলোয়াড়

দূরের স্টেডিয়ামে অনুশীলনে যেতে বাইসাইকেল পেল ২৫ ক্ষুদে খেলোয়াড়

ইসু মিয়া স্মৃতি একাডেমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

ইসু মিয়া স্মৃতি একাডেমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

বিসিবি কর্মকর্তাদের শেরপুর স্টেডিয়াম পরিদর্শন, উন্নয়নের আশ্বাস

বিসিবি কর্মকর্তাদের শেরপুর স্টেডিয়াম পরিদর্শন, উন্নয়নের আশ্বাস