সাতক্ষীরায় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২। বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে স্তিমিত হয়ে পড়া খেলাধুলার প্রতি মানুষের আগ্রহকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও জ্যাকজকমপূর্ণ পরিবেশে বুধবার (২ মার্চ) থেকে মাঠে গড়াবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।রোববার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান বিস্তারিত তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১০ দিনব্যাপী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার সাতটি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতি দলে সর্বোচ্চ ৪ জন বহিরাগত খেলোয়াড় অংশ গ্রহণ করতে পারবেন।
বুথবার (২ মার্চ) সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধণ করা হবে। টুর্নামেন্টটি সফলভাবে শেষ করতে সাতক্ষীরা জেলা প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]