ডেভেলপমেন্ট কাপের দল গঠনে শেরপুরে কিশোর ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
ডেভেলপমেন্ট কাপের দল গঠনে শেরপুরে কিশোর ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প

শেরপুরে কিশোর (অনূর্ধ্ব-১৫) ফুটবলারদের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবলে (অনুর্ধ্ব-১৫) অংশগ্রহণে জেলা দল গঠনের লক্ষ্যে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা এলাকা থেকে বাছাইকৃত চারজন করে মোট ২৪ জন কিশোর ফুটবলার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ক্যাম্প চলবে রোববার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত।

বুধবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তাদিরুল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, জেলা ফুটবল এসোসিয়েশনের (এিফএ) সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেস ক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, পাঁচ দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণে বাফুফের গ্রাসরুট কোচিং কোর্স করা চারজন কোচ কিশোর ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন। কোচরা হলেন- সাধন বসাক, মজিবুর রহমান, গোলাম শাহরিয়ার রবীন ও আবু রাসেল রাজন।

কোচদের তত্বাবধানে জেলার ৫ উপজেলার প্রত্যেকটি থেকে ৪ জন করে এবং শেরপুর পৌরসভা এলাকার ৪ জনসহ মোট ২৪ জন কিশোর ফুটবলার বাছাই করে এ প্রশিক্ষণ ক্যাম্প করা হচ্ছে। তাদের মধ্যে বাছাই করে ডেভেলপমেন্ট কাপের (অনুর্ধ্ব-১৪) বিভাগীয় পর্যায়ে খেলার জন্য জেলা দল গঠন করা হবে। চূড়ান্তপর্বের বাছাইকৃত খেলোয়াড়রা দীর্ঘমেয়াদী উন্নততর প্রশিক্ষণের সুযোগ পাবে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মতলব উত্তরে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ

মতলব উত্তরে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

সাতক্ষীরায় চ্যাম্পিয়ন জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা

সাতক্ষীরায় চ্যাম্পিয়ন জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা

চায়না এশিয়ান গেমস দিয়ে ১১ বছর পর ফিরছে ক্রিকেট

চায়না এশিয়ান গেমস দিয়ে ১১ বছর পর ফিরছে ক্রিকেট