মতলব উত্তরে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ২৭ জানুয়ারি ২০২২
মতলব উত্তরে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনুর্ধ্ব-১৫) ২০২২ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনব্যাপী চলা এ আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শেষে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে মো. এমদাদুল ইসলাম মিঠুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, প্রতিটি মানুষকে সঠিকভাবে বেঁচে থাকতে হলে ক্রীড়ার কোনো বিকল্প নেই। শারীরিক কসরত প্রতিটি ব্যক্তিকে সুস্থ ও সবল রাখে।

এ সময় তিনি প্রত্যেককে ক্রীড়ার প্রতি অনুরাগী থাকা ও প্রতিদিন নিজ নিজ শরীরের সুস্থতার ক্রীড়া চর্চায় অংশ নেওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন।

মাহবুব আলম লাভলু/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে ফুটবল ম্যাচে ইতিহাস সর্বাধিক দর্শক

শেরপুরে ফুটবল ম্যাচে ইতিহাস সর্বাধিক দর্শক

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

সাতক্ষীরায় চ্যাম্পিয়ন জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা

সাতক্ষীরায় চ্যাম্পিয়ন জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা

সাফ অনুর্ধ্ব-১৯ দলে সাতক্ষীরার প্রান্তি

সাফ অনুর্ধ্ব-১৯ দলে সাতক্ষীরার প্রান্তি