শেরপুরে শুরু হলো জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০১৮। পহেলা বৈশাখে (শনিবার) জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ ৩-০ গোলে আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
খেলায় জয়ী দলের পক্ষে স্ট্রাইকার রনি মিয়া প্রথমার্ধের ২৩ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটে পর পর দুই গোল করেন। পরবর্তীতে স্ট্রাইকার রনিকে পেনাল্টি বক্স্রের ভেতর প্রতিপক্ষের দুই ডিফেন্ডার ধাক্কা দিয়ে ফেলে দিলে রেফারি মজিবর রহমান ফাউলের বাঁশি বাজান। এতে ৬১ মিনিটের সময় মিডফিল্ডার রাজন পেনাল্টিতে আরও ১টি গোল করেন। তবে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের সময় আরও একবার পেনাল্টি পেয়েছিল সদর উপজেলা একাদশ।
আদিবাসী একাদশের বক্সের ভেতর প্রতিপক্ষের স্ট্রাইকার রনিকে করা সেই ফাইল থেকে আতিক পেনাল্টি কিক নিলেও গোলকিপার সেটা ফিরিয়ে দেওয়ায় আরও একটি গোল বঞ্চিত হয় সদর উপজেলা একাদশ।
উদ্বোধনী খেলার আগে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। এ সময় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সাবেক সভাপতি মুুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু প্রমুখ বক্তব্য রাখেন।
জেলার পাঁচ উপজেলা এবং একটি আদিবাসী ফুটবল দলসহ মোট ছয় দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্তাদ্বি করছে। ডিএসএ অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত এ তথ্য জানিয়েছেন।