বান্দরবানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুজিব শতবর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস-২০২১’। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (২০ নভেম্বর) এ রেস অনুষ্ঠিত হবে।
মাউন্টেইন বাইকের ১০০ কিলোমিটার রেসে অংশ নিচ্ছেন একশ’জন পুরুষ ও ১০ জন নারী সাইক্লিষ্ট। বান্দরবানের রাজার মাঠ থেকে শুরু হয়ে নীলগিরী অতিক্রম করে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র থেকে ইউটার্ন নিয়ে মিলনছড়ি পুলিশ চেকপোস্টে প্রতিযোগিতা শেষ করবেন সাইক্লিস্টরা।
রেস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী, সহ-সভাপতি আবদুল গাফফার এবং পৃষ্টপোষক প্রতিষ্ঠান আরএফএল বাইকের বিপণন প্রধান শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে নেপাল এসএ গেমসে সাইক্লিংয়ের নিয়মিত ইভেন্ট ছাড়াও মাউন্টেইন বাইকে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে কোন পদকই আসেনি। এবার এ ইভেন্টটে দক্ষিণ এশীয় গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সঙ্গে কথা বলেছি নিয়মিত অনুশীলনের জন্য। তিনি অনুমতি দিয়েছেন। তাই, আমরা বান্দরবানে নিয়মিত অনুশীলন করবো। যাতে এসএ গেমসে পদক জিততে পারি।’
প্রতিযোগিতাটিতে থেকে উদীয়মান সাইক্লিস্টদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করানো হবে বলে জানান ফেডারেশনের কর্মকর্তারা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]