মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুরে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির আয়োজনে টুর্নামেন্টে জেলার মোট ৫টি উপজেলা দল অংশগ্রহণ করছে।
নকআউট পদ্ধতিতে মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নালিতাবাড়ি উপজেলা দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে নকলা উপজেলা দল জয়লাভ করেছে। এর আগে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল।
জেলা শহরের শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণ-পালটা আক্রমণে দশম মিনিটেই এগিয়ে যায় নকলা উপজেলা দল। দলের পক্ষে গোলটি করেন ফরোায়ার্ড সোহেল রানা। গোলের লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে।
দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে ডি-বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নালিতাবাড়ির পক্ষে সফল স্পট কিক থেকে দলকে সমতায় ফেরার আনিস। এরপর উভয় দলের ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় ১-১ গোলের সমতায় শেষ হয় খেলা।
টাইব্রেকারে নকলার খেলোয়াড়রা ৪টি গোল করলেও একটি শট নালিতাবাড়ির গোলকিপার ফিরিয়ে দেন। অপরদিকে, নালিতাবাড়ির তিনজন গোল করলেও একটি শট বাইরে মেরে নষ্ট করার পর শেষ শটটি গোলকিপার ধরে ফেলেন।
টুর্নামেন্টের খেলা মাঠে গড়ানোর আগে ফেস্টুন এবং শান্তির প্রতীক শ্বেত কপোত উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। আর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।
এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ শহরের নিউ মার্কেটের রংধনু ডিজিটাল পয়েন্ট স্বত্ত্বাধিকারী মো. মমিনুল ইসলামের সৌজন্যে নকলার গোলদাতা সোহেল রানার হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরষ্কার তুলে দেন।
হাকিম বাবুল, শেরপুর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]