আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতার জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা হয়ে গেল কুড়িগ্রামে। এতে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম সদর থানার দল। বুধবার (১০ নভেম্বর) কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রতিপক্ষ উলিপুর থানাকে পরাজিত করে কুড়িগ্রাম সদর থানা।
সোমবার (৮ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক ছিল জেলা ক্রীড়া সংস্থা। ফাইনালে শুরুতে স্কোর বোর্ডে উলিপুর দল এগিয়ে থাকলেও সময় গড়ার সাথে সাথে সরূপে ফেরে কুড়িগ্রাম সদর থানা।
প্রথমার্ধেই নিজেদেরকে নিরাপদ অবস্থানে নিয়ে নেয় দলটি। ক্রীড়া উত্তেজনায় ঠাসা দ্বিতীয়ার্ধে উলিপুর দল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখলেও শেষ পর্যন্ত তারা ৪২-২৯ পয়েন্টে পরাস্ত হয়। ১৩ পয়েন্ট ব্যবধানে ১০ হাজার টাকার প্রাইজমানিসহ বিজয়ের ট্রফি হাতে তুলে নেয় কুড়িগ্রাম সদর থানা দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ দর্শক মঞ্চে থেকে পুরো খেলাটি উপভোগ করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা রোখশানা বেগম লিপি, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নীলু এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া জেলার দূর-দূরান্ত থেকে আসেন কাবাডি প্রেমীরা মাঠে বসে ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলার পুরো সময় জুড়ে মাঠের চারদিকে চিল দর্শকদের উত্তেজনা।
জিএম সিরাজ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]