শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুনকে জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) শহীদ স্মৃতি স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
২০১৮ সালের ৮ অক্টোবর শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ ফিরোজ আল-মামুন যোগদান করেন। তিনি শেরপুরে ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি গাজীপুর সিটি কর্পোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল-মামুন শেরপুর থেকে নতুন কর্মস্থল গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
শুভেচ্ছা প্রদানকালে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সৈয়দ রবিউল করীম মনি, কোষাধ্যক্ষ জিন্নাত আলী, রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার রবিন, সদস্য মোতাহারুল শরাফ শিপন, মনির হোসেন, শরিফুন নাহার শম্পা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, ইউএনওর কার্যকালে ইউএনও ফিরোজ আল-মামুন যেভাবে শেরপুরে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন ও করোনা মোকাবিলায় সচেষ্ট থেকেছেন তার জন্য শেরপুরবাসী তাকে সারা জীবন স্মরণ রাখবে।
হাকিম বাবুল/শেরপুর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]