সাতক্ষীরায় সরকারি বালক বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট-২০২১’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সিনিয়র ব্যাচ একাদশ ব্যাচ-১৩ একাদশকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি পারভেজ ইমতিয়াজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক নুর মোহাম্মদ, মো.আবুল হাসান, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু প্রমুখ খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন।
ম্যাচের প্রথমার্ধের ২০তম মিনিটে সিনিয়র দলের পক্ষে গোল করে দলকে এগিয়ে দেন রানা। দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ম্যাচের ৬৫তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় সিনিয়ররা। ম্যাচের শেষ মিনিটে দলকে ৩-০ গোলের জয় এনে দেন বাপ্পি।
ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিনিয়র ব্যাচ দলের অধিনায়ক মীর তাজুল ইসলাম রিপন। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যাচ-২০২১ দলের নোমান।
টুর্নামেন্টের ফাইনালে রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেন পিপুল খান। এছাড়া সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন হারুন খান ও এস এম আবদুল গফ্ফার। ১৬ দলীয় নক-আউট ভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করে স্কুলের সাবেক ছাত্রদের সমন্বয় গঠিত ‘সুলোশন ফরটিন’।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]