জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:১০ এএম, ১৯ আগস্ট ২০২১
জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান

ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার ‌‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ পাচ্ছেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান। তারা হলেন- বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, সাবেক ভলিবল খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোচ শামীম আল মামুন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান সামসুজ্জামান বাবু।

দীর্ষ ৮ বছর পর এ জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে সারাদেশ থেকে ৮৮ জন ক্রীড়াব্যক্তিত্ব এ তালিকায় স্থান পেয়েছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারে মনোনীত সাতক্ষীরার তিন কৃতি সন্তান ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ অবদানের ফলস্বরুপ ২০১৬ সালে শামীম-আল-মামুন (ভলিবল), ২০১৭ সালে শেখ বশির আহমেদ মামুন (সংগঠক) এবং ২০১৮ সালে তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু (সংগঠক) হিসাবে মনোনীত হয়েছেন।

শামীম আল মামুন জাতীয় ক্রীড়া পুরস্কার মনোনীত হওয়ার অনুভুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কারে মনোনীত হওয়ার আমার কাছে পরম সৌভাগ্যের। যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘এ পুরস্কারের যে সম্মান সেটা যেন আমি ধরে রাখতে পারি। যে জন্য আমি আমার সাতক্ষীরা জেলাবাসীর সবার কাছে দোয়া চাই।’

এদিকে, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে জেলার তিন কৃতি সন্তানদের অভিনন্দন জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স বলেন, ‘সাতক্ষীরাবাসী তাদের এই কৃতিত্বের জন্য গর্বিত। জাতীয় ক্রীড়া পুরস্কারে সাতক্ষীরা ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে।’

২০১৩ সালে থেকে ২০২০, মোট ৮ বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার এবার এক সাথে দেওয়া হচ্ছে। যেখানে মরণোত্তর পুরস্কারের জন্যও অন্তত ৪ জন মনোনীত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া গেলেই দিনক্ষণ নির্ধারণ করে মনোনীতদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাতক্ষীরায় দুস্থ খেলোয়াড়দের মধ্যে করোনাকালীন অনুদান

সাতক্ষীরায় দুস্থ খেলোয়াড়দের মধ্যে করোনাকালীন অনুদান

একযুগ পর খেলার মাঠ উদ্ধার

একযুগ পর খেলার মাঠ উদ্ধার

বিসিবির চিফ আম্পায়ার্স কোচ মনিকে সাতক্ষীরায় সংবর্ধনা

বিসিবির চিফ আম্পায়ার্স কোচ মনিকে সাতক্ষীরায় সংবর্ধনা

শিশু তামিমের সহায়তায় অধিনায়ক তামিম

শিশু তামিমের সহায়তায় অধিনায়ক তামিম