‘সেফ দ্য মিশন’ হিসেবে টোকিও অলিম্পিকে সাতক্ষীরার বশির আহম্মদ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০২:৪০ এএম, ২০ জুলাই ২০২১
‘সেফ দ্য মিশন’ হিসেবে টোকিও অলিম্পিকে সাতক্ষীরার বশির আহম্মদ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মাঝেই নিয়ন্ত্রিত পরিবেশে মাঠে গড়াচ্ছে টোকিও অলিম্পিক। বিশ্ব ক্রীড়াঙ্গনের অনন্য এই উৎসবে বাংলাদেশ কন্টিনজেন্টের ‘সেফ দ্য মিশন’ হিসেবে জাপান গেলেন সাতক্ষীরার কৃতি সন্তান শেখ বশির আহম্মদ মামুন।

রোববার (১৮ জুলাই) জাপানের টোকিও-এর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অন্যতম সহ-সভাপতি, বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহম্মদ মামুন।

সাতক্ষীরার এ কৃতি সন্তান সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে সফল ও সার্থকতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশবরেণ্য এ ক্রীড়া সংগঠক এবার গেলেন অলিম্পিক আসরে।

কোভিড-১৯ মহামারির কারলে গতবছর অনুষ্ঠিত হয়নি অলিম্পিক। বিশ্বের ২০৫টি দেশের ১১ হাজারেরও বেশি ক্রীড়াবিদ এ ওয়ার্ল্ড বিগেস্ট ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ নিবেন।

জাপানের টোকিওতে ২৩ জুলাই (শুক্রবার) শুরু হবে এ অলিম্পিক আসর। অলিম্পিকের ৩২তম এ আসরের সমাপনী ঘটবে ৮ আগস্ট।

অলিম্পিকের মতো বিশ্ব ক্রীড়াযজ্ঞে ‘সেফ দ্য মিশন’-এর দায়িত্বপ্রাপ্ত হওয়ায় শেখ বশির আহম্মদ মামুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলাবাসী।

এক বিবৃতিতে সাতক্ষীরা এসএসসি’৯৩ ব্যাচের সকল সদস্য, শেখ বশির আহম্মদ মামুনের সুলতানপুর গ্রামবাসীর পক্ষে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ময়মনসিংহকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন শেরপুর

ময়মনসিংহকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন শেরপুর

সাতক্ষীরায় দুস্থ খেলোয়াড়দের মধ্যে করোনাকালীন অনুদান

সাতক্ষীরায় দুস্থ খেলোয়াড়দের মধ্যে করোনাকালীন অনুদান

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা 

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা 

একযুগ পর খেলার মাঠ উদ্ধার

একযুগ পর খেলার মাঠ উদ্ধার