কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই দলের সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কায় রোববার (১১ জুলাই) ভোর থেকে জেলাজুড়ে সহস্রাধিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে সতর্কতা রাজি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানিয়েছেন, জেলার সবগুলো ইউনিয়ন ও পৌরসভার ১১৬টি বিটেই নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। যেন করোনার মাঝে কেউ জনসমায়েত হয়ে ফুটবল খেলা না দেখে।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ইতিমধ্যে ছোট একটা ঘটনা ঘটে গেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। ফলে আমরা কোন সহিংসতার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। জেলায় সব মিলে হাজার খানেক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা রোববার ভোর থেকে বিকেল পর্যন্ত মোতায়েন থাকবে।’
একই সাথে করোনার কারণে লকডাউন চলায় যেকোন কাজে জনসমায়েত হতে নিষেধ করে মাইকিং করা হয়েছে। জেলার বিভিন্ন শহরে মাইকে বলা হয়, রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে এ খেলা প্রোচেক্টরের বড় পর্দায় বা দোকাটপাটে, ক্লাব ঘরে দেখা যাবে না। তবে যার যার বাসায় ঘরে বসে দেখতে কোন বাধা নেই।
এর আগে গত ৬ জুলাই কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা শেষে ব্রাজিল ফুটবল দলের এক সমর্থকের সাথে আর্জেন্টিনার এক সমর্থকের কথা কাটাকাটি হয়। তার জেরে তাদের মধ্যে হাতাহাতি বেঁধে গেলে স্থানীয়রা নিবৃত্ত করেন। তবে ওই ঘটনার জের ধরে বিকেলে দু দলের সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বেঁধে যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় ওই ঘটনায় ইতিমধ্যে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা এএফপি-ও সংবাদ প্রকাশ করে। এখন কোপার ফাইনাল নিয়ে যেন নতুন করে আবার কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সে জন্যই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]