জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এ ময়মনসিংহ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। বৃহস্পতিবার (২৪ জুন) ময়মনসিংহ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহ জেলাকে ১-০ গোলে পরাজিত করে শেরপুর জেলা দল।
খেলায় প্রথমার্ধের ১৬ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় আরাফাত জনি ফেরদৌস। আক্রমণ-পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এক গোলের লিড ধরে রেখে চ্যাম্পিয়ন হয় শেরপুরের কিশোররা।
টুর্নামেন্টে এর আগে জামালপুর জেলাকে ৩-০ গোলে পরিাজিত করে শেরপুর জেলা দল বিভাগীয় ফাইনালে ওঠে। শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম মাঠে বসে খেলা উপভোগ করেন এবং শেরপুর জেলা দলের কোচ গোলাম শাহরিয়ার রবীন ও খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শেষে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শামীম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন। ফাইনালের গোলদাতা শেরপুরের আরাফাত জনি ফেরদৌস ম্যান অব দ্য ফাইনাল এবং আক্রমণভাগের আরেক খেলোয়াড় সাজীদ হাসান জুম্মন ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরষ্কার লাভ করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীর কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস এ এম রফিকুন্নবী, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আব্দুল বারী, শেরপুর জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল, শেরপুর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]