সাতক্ষীরায় দুস্থ খেলোয়াড়দের মধ্যে করোনাকালীন অনুদান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০২:৫১ এএম, ২৩ জুন ২০২১
সাতক্ষীরায় দুস্থ খেলোয়াড়দের মধ্যে করোনাকালীন অনুদান

সাতক্ষীরায় দুস্থ খেলোয়াড়,কোচ,ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রাপ্ত করোনাকালীন অনুদান প্রদান করা হয়েছে। এ সময় জেলার ৪৫ জন দুস্থ খেলোয়াড়দের মাঝে করোনাকালীন অনুদানের চেক প্রদান করা হয়।

রোববার (২০ জুন) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে দুস্থ খেলোয়াড়দের মাঝে এ অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. তানজিল্লুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার নুরুল আমিন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল ইসলাম খান বদু , যুগ্ম-সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য আ ম আখতারুজ্জামান মুকুল, মো. রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, ফারহা দীবা খান সাথী, শিমুন শামসসহ ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মোতাবেক ৪৫ জন ক্ষতিগ্রস্থ খেলোয়াড়,কোচ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে এ আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এস,এম,হাবিবুল হাসান/ পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর সদরের বাজিমাত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর সদরের বাজিমাত

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শেরপুরে বঙ্গবন্ধুতে নালিতাবাড়ী, বঙ্গমাতায় নকলা জয়ী

শেরপুরে বঙ্গবন্ধুতে নালিতাবাড়ী, বঙ্গমাতায় নকলা জয়ী

শেরপুরে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭

শেরপুরে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭