শেরপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১ শুরু হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
বঙ্গবন্ধু গোল্ডকাপে নালিতাবাড়ী উপজেলা দল ৩-২ গোলে নকলা উপজেলা দলকে পারজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে নকলা উপজেলা দল ২-১ গোলে নালিতাবাড়ী উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে দু’টি খেলায় তীব্র প্রতিদ্ব›িদ্বতার মধ্য দিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা দল সহ বালক ও বালিকা পৃথক ৬টি দল উভয় প্রতিযোগিতায় নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে।
হাকিম বাবুল/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]