সাতক্ষীরায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৪ মে ২০২১
সাতক্ষীরায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ

`মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’ -এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় উদ্বোধন হয়েছে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ। বয়সভিত্তিক এ ভলিবল প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৬ বছরের ৩৬ জন খেলোয়াড় অংশ নিয়েছে।

রোববার (২ মে) সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে। লেখাপড়ায় মন বসে। মাদক, জঙ্গিবাদ এবং অসামাজিক কাজ থেকে খেলাধুলা তরুণদের বিরত রাখে। তাই ক্রীড়ার সাথে তরুণদের সম্পৃক্ত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/এস এম হাবিবুল হাসান/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ছুরিকাঘাতে আনসারে হ্যান্ডবল খেলোয়াড়কে হত্যা

ছুরিকাঘাতে আনসারে হ্যান্ডবল খেলোয়াড়কে হত্যা

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা 

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা 

অভিষেকে পূর্ণ পয়েন্ট এফসি ব্রাহ্মণবাড়িয়ার, জয় পেল কচিঝুলিও 

অভিষেকে পূর্ণ পয়েন্ট এফসি ব্রাহ্মণবাড়িয়ার, জয় পেল কচিঝুলিও 

একযুগ পর খেলার মাঠ উদ্ধার

একযুগ পর খেলার মাঠ উদ্ধার