দীর্ঘ একযুগ পর ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার হলো সাতক্ষীরার দেবহাটায় খেলার মাঠ। নোড়ারচক-চারকুনিতে অবস্থিত প্রায় ১৩ বিঘা জমির খেলার মাঠটি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়। খেলার মাঠ ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে ভূমিহীন জনপদে।
নোড়ারচক-চারকুনি ভূমিহীন জনপদের সভাপতি আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ভূমিহীন জনপদে বসবাসরত বাসিন্দাদের জন্য প্রায় ১৩ বিঘা জমিতে খেলার মাঠটি ছিল। তবে তা আমাদের দখলে না থাকায় সভা-সমাবেশসহ শিশু-কিশোর ও যুবকরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল।
তারা আরও বলেন, বিগত প্রায় একযুগ ধরে খেলার মাঠটি ভূমিদস্যুরা নিজেদের ইচ্ছা মতো ইজারা দিয়ে টাকা তছরুপ করে আসছিল। শুধু তাই নয়, ভূমিহীন জনপদের সরকারি খাস জমি বন্দোবস্ত করে দেওয়ার নামে ভূমিদস্যুরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অবশেষে তা উদ্ধার হওয়ায় তারা খুমি বলে জানান।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]