স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজবাড়ীতে দুই দিনব্যাপী মুজিববর্ষ আন্তঃবিভাগীয় টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ওপেন ও অফিসার্স গ্রুপে বিভক্ত হয়ে রাজবাড়ীসহ ১৪টি জেলার ৩৫টি দল অংশগ্রহণ করেছে। প্রত্যেক দলের দুজন করে খেলোয়াড় অর্থাৎ মোট ৭০ জন খেলোয়ার এ টুর্নামেন্টে প্রতিযোগিতা করছেন।
শুক্রবার (১৯ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মোহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, মাদক সন্ত্রাস ছাড়াও ইভটিজিং থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে খেলায় উৎসাহিত করতে হবে এবং উপজেলা ভিত্তিক বিভিন্ন ধরনের খেলার আয়োজনের মাধ্যমে সবাইকে সর্ম্পৃক্ত করতে হবে।
এ সময় জেলার কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামের সুযোগ-সুবিধা আরও বাড়ানোসহ ইনডোর স্টেডিয়ামের জন্য কথা বলা হয়। এ বিষয়ে মন্ত্রণালণের দুষ্টি আকর্ষণ করা হবে বলেও জানানো হয়।
রুবেলুর রহমান/রাজবাড়ী
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]