জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১’-এর দ্বিতীয় দিনের খেলায় সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়েছে শ্যামনগর উপজেলা। এ জয়ে নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে সেমিফাইনালে উন্নিত হয়েছে শ্যামনগর উপজেলা।
শুক্রবার (১৯ মার্চ) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
ম্যাচে শ্যামনগর উপজেলা ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি পর শ্যামনগর উপজেলার হয়ে শেষ পেরেক মারেন উজবেকিস্থানের খেলোয়াড় সাঈদ।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্যামনগর উপজেলা। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার নাইজেরিয়ান ফুটবলার বাহ।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কমকর্তারা উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) বর্ণাঢ্য আয়োজনে ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১’-এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী দিনে সাতক্ষীরা সদর উপজেলা ১-০ গোলে কালিগঞ্জ উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নিত হয়।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- সাতক্ষীরা সদর উপজেলা, তালাা উপজেলা, আশাশুনি উপজেলা, দেবহাট উপজেলা, কালিগঞ্জ উপজেলা, শ্যামনগর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]