সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবলে শ্যামনগরের জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:০৭ পিএম, ২০ মার্চ ২০২১
সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবলে শ্যামনগরের জয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ‌‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১’-এর দ্বিতীয় দিনের খেলায় সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়েছে শ্যামনগর উপজেলা। এ জয়ে নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে সেমিফাইনালে উন্নিত হয়েছে শ্যামনগর উপজেলা।

শুক্রবার (১৯ মার্চ) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

ম্যাচে শ্যামনগর উপজেলা ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি পর শ্যামনগর উপজেলার হয়ে শেষ পেরেক মারেন উজবেকিস্থানের খেলোয়াড় সাঈদ।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্যামনগর উপজেলা। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার নাইজেরিয়ান ফুটবলার বাহ।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কমকর্তারা উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) বর্ণাঢ্য আয়োজনে ‘মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১’-এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী দিনে সাতক্ষীরা সদর উপজেলা ১-০ গোলে কালিগঞ্জ উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নিত হয়।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- সাতক্ষীরা সদর উপজেলা, তালাা উপজেলা, আশাশুনি উপজেলা, দেবহাট উপজেলা, কালিগঞ্জ উপজেলা, শ্যামনগর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়েরা

পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়েরা

শায়েস্তাগঞ্জের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুরপুর বিদ্যালয়

শায়েস্তাগঞ্জের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুরপুর বিদ্যালয়

হবিগঞ্জে ২৬ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

হবিগঞ্জে ২৬ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

শায়েস্তাগঞ্জে দাবা খেলায় চ্যাম্পিয়ন আক্কাছ মিয়া

শায়েস্তাগঞ্জে দাবা খেলায় চ্যাম্পিয়ন আক্কাছ মিয়া