শায়েস্তাগঞ্জের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুরপুর বিদ্যালয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:৩৪ এএম, ১৫ মার্চ ২০২১
শায়েস্তাগঞ্জের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুরপুর বিদ্যালয়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শহীদ মহফিল হেসেন এবং শহীদ হাফিজ উদ্দীন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নুরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টে রানারআপ হয়েছে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়।

শনিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে তুষার ২৬ ও ধ্রুব ১৭ রান করেন। নুরপুর উচ্চ বিদ্যালয়ের হয়ে বল হাতে ৩টি উইকেট শিকার করেন বাবু।

জবাবে নুরপুর উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে বাবু সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষে রনি ৩টি উইকেট লাভ করেন।

ফাইনাল ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবু। এছাড়া টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তুষার। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রপি তুলে দেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

ফাইনাল খেলায় পরিচালনার দায়িত্বে ছিলেন জামাল আহমেদ অনিক, আবু কায়েস, নজীর হোসেন এবং মামুনুর রহমান সোহাগ।

কামরুজ্জামান আল রিয়াদ/হবিগঞ্জ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হবিগঞ্জে ২৬ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

হবিগঞ্জে ২৬ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

১২ জেলা নিয়ে কুড়িগ্রামে নারীদের ভলিবল প্রতিযোগিতা

১২ জেলা নিয়ে কুড়িগ্রামে নারীদের ভলিবল প্রতিযোগিতা

শায়েস্তাগঞ্জে দাবা খেলায় চ্যাম্পিয়ন আক্কাছ মিয়া

শায়েস্তাগঞ্জে দাবা খেলায় চ্যাম্পিয়ন আক্কাছ মিয়া

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার রোলার স্কেটিং কমিটি গঠন

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার রোলার স্কেটিং কমিটি গঠন