স্বাগতিকসহ ১২ জেলার নারী খেলোয়াড়দের নিয়ে কুড়িগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা নারী ভলিবল প্রতিযোগিতা। শনিবার (১৩ মার্চ) উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এ প্রতিযোগিতা। নারী ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৬ মার্চ)।
কুড়িগ্রাম ছাড়া প্রতিযোগিতায় বাকি ১১টি জেলা হলো- রংপুর, কুষ্টিয়া, পাবনা, খুলনা, বাগেরহাট, রাঙ্গামাটি, কুমিল্লা, সাতক্ষিরা, রাজবাড়ি, ঝিনাইদহ এবং রাজশাহী। প্রত্যেক জেলার নারী ভলিবল দল তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
১২টি জেলা নারী দল চারটি বিভাগে বিভক্ত হয়ে খেলবেন। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্টপোষকতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে।
বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা নারী ভলিবল প্রতিযোগিতা-২০২১ উপলক্ষে শুক্রবার (১২ মার্চ) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নারী ভলিবল কমিটির চেয়ারম্যান পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ উপস্থিত ছিলেন।
আশিকুর রহমান মিকু জানান, বঙ্গবন্ধু ১৮তম নারী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে শনিবার (১৩ মার্চ) বিকেলে এবং ১৬ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক কুড়িগ্রামসহ মোট ১২টি জেলা অংশগ্রহণ করছে।
জি এম সিরাজ/কুড়িগ্রাম
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]