স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় শুরু হয়েছে ক্রিকেট উৎসব। কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির উদ্যোগে জিলা স্কুল মাঠে শুরু হয়েছে স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ৷ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার ৯২টি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সাইফুল আলম রনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, কুমিল্লায় খেলার মাঠের স্বল্পতা রয়েছে৷ প্রধান অতিথির কাছে আমাদের অনুরোধ, কুমিল্লার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো কুমিল্লা ক্রিকেট কমিটির তত্ত্বাবধায়নে পরিচালনা করার সুযোগ দেওয়া হোক।
টুর্নামেন্টে মোট ১২৮৮ জন খেলোয়াড় ছাড়াও ৫১২ জন কর্মকর্তা সরাসরি সম্পৃক্ত থাকছেন। যা দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট হওয়ার নজির গড়তে যাচ্ছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]