সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শহরের অদূরে লেকভিউ প্রাঙ্গণ থেকে হয়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এ ম্যারাথন।
বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ম্যারাথস শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৫ পদাতিক ডিভিশন ও বাংলাদেশ সেনাবাহিনী যশোর অঞ্চলের আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় যশোর অঞ্চলের ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ।
এছাড়া এ সময় অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
ম্যারাথন প্রতিযোগিতায় সাতক্ষীরার সর্বস্তরেের প্রায় তিন হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। ম্যারাথন শেষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারী প্রথম ২০ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]