হবিগঞ্জে শুরু হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম’ আন্তঃউপজেলা দাবা প্রতিযোগিতা। জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় মোট ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
মায়েস্তাগঞ্জে স্থানীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্ব করেন।
এছাড়া সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা (অব.) সার্জেন্ট আব্দুল আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুর রকিব, খেলার পরিচালক আজিজুর রহমান ফয়সল, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন চৌধুরী, সময়ের আলোর জেলা প্রতিনিধি কামরুল হাসান, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রমের ছেলে বজলু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ইউএনও মো. মিনহাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা (অব.) সার্জেন্ট আব্দুল আলীকে দিয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করান।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১৬ জন হলেন- তাজুল ইসলাম, আরিফ আহমেদ, নাছিম হোসাইন, মুজিবুর রহমান, জুবের আহমেদ, সিরাজ মিয়া, সেলিম আহমেদ, আক্কাছ মিয়া, জিয়াউর রহমান ফরহাদ, আনসার আহমেদ শরিফ, মিজানুর রহমান, নাইম আহমেদ, আছাদ মিয়া, চান মিয়া, সৈয়দ আরিফ উদ্দিন সৈকত এবং মেহিদি মিরাজ।
কামরুজ্জামান আল রিয়াদ/হবিগঞ্জ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]