ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট-২০২১ এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে চিটাগাং মাস্টার্স। শহীদ শাজাহান সংঘ মাস্টার্সকে ৩৪ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে তারা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ‘ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট ২০২১’। দ্বিতীয় দিন শনিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল চিটাগাং মাস্টার্স এবং শহীদ শাজাহান সংঘ মাস্টার্স।
সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শহীদ শাজাহান সংঘ মাস্টার্স। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় চিটাগাং মাস্টার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার নাঈম উদ্দিন।
এছাড়া ব্যাট হাতে ৩০ রান করেন শাবিবুল আজম। জাহেদুল ইসলাম করেন ২৫ রান। আর ১ চার এবং ২ ছক্কায় ২০ রানে অপরাজিত ছিলেন মুর্তজা রায়হান।
বল হাতে সমান তিনটি করে উইকেট শিকার করে শহীদ শাজাহান সংঘ মাস্টার্সের সেরা বোলার শাকিল আবেদিন এবং আব্দুল্লাহ আল মাসুম।
জবাবে ব্যাট করতে নেমে শহীদ শাজাহান সংঘ মাস্টার্স শুরুতেই বিপর্যয়ে পড়ে। ওপেনার আব্দুল আহাদ একপাশ আগলে রাখলেও অপর প্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে পরাজয়ের স্বাদ পায় তারা।
জাহেদুলের বলে আউট হওয়ার আগে আব্দুল আহাদ দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া রাজেশ দাশ ১৫ এবং শাকিল আবেদিন ১৬ রান করলেও ১৩০ রানে থেমে যায় দলের ইনিংস। ফলে ৩৪ রানের জয় তুলে নেয় চিটাগাং মাস্টার্স।
৪ ওভারে ২১ রান খরচায় ৪টি উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার হয়েছেন চিটাগাং মাস্টার্সের জাহেদুল ইসলাম।দলের পক্ষে বাকি দুটি উইকেট শিকার করেন আজিম।
ইমতিয়াজ চৌধুরী
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]