১২ জেলার মেয়েদের নিয়ে নড়াইলে হ্যান্ডবল প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১
১২ জেলার মেয়েদের নিয়ে নড়াইলে হ্যান্ডবল প্রতিযোগিতা

নড়াইলে শুরু হচ্ছে ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইলসহ দেশের ১২টি জেলার মেয়েরা অংশগ্রহণ করবেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার মঙ্গলবার এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার) উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করবেন।

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ৩১তম আসর উপলক্ষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

এ সময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফকরুল হাসান, টুর্নামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/নড়াইল

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নড়াইলে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাথী ক্লাব

নড়াইলে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাথী ক্লাব

মাশরাফির তত্ত্বাবধানে নড়াইলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

মাশরাফির তত্ত্বাবধানে নড়াইলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

নড়াইলে মাশরাফিকে ফুলেল শুভেচ্ছা

নড়াইলে মাশরাফিকে ফুলেল শুভেচ্ছা

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকায় ১০ শয্যার হাসপাতাল

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকায় ১০ শয্যার হাসপাতাল