বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দুর্দান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে পর্দা নামলো ‘বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লিগ ২০২০-২১’ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় এ জনপ্রিয় টুর্নামেন্টের।
ফাইনাল ম্যাচে জারা স্পোটিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইএসএস স্পোর্টিং ক্লাব। ফাইনালে প্রথমার্ধে দুই দলই গোল শূন্য শেষ করে। তবে দ্বিতীয়ার্ধে গোছালো ফুটবল খেলে জয় তুলে নেয়।
ইএসএস ক্লাবের আল আমিন জোড়া গোল করেন এবং বাকি গোলটি আসে নুর ইসলামের পা থেকে। ৩ গোলে পিছিয়ে পড়ে পরে চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি জারা স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় অন্যান্যদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানষ দাস ধলু প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে সর্ব্বোচ্চ ৮টি গোল করায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রতিবন্ধী (এক হাত নেই) খেলোয়াড় আল আমিন।
জি এম সিরাজ/কুড়িগ্রাম
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]