বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন (অন্তঃকক্ষ) প্রতিযোগিতা-২০২১’। প্রতিযোগিতায় মোট ৪০টি ক্লাবের একক দল অংশ গ্রহণ করেছে।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারী) সাতক্ষীরা স্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
এছাড়া অনুষ্ঠানে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ও সাজেক্রীস নির্বাহী সদস্য আ ম আখতারুজ্জামন মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন।
এছাড়া অন্যান্যদের মাঝে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আফজাল হোসেন, সিভিল সার্জন হোসাইন সাফায়েত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আশরাফুজ্জামান আশু, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য শেখ তানজিম কালাম তমাল, ইদ্রিস আলী বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, ইমাদুল হক খান, মো. রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ প্রশাসনের কর্মকর্তা, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হকসহ ক্রীড়ামোদী দর্শকমন্ডলী উপস্থিত ছিলেন।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]