খেলার মাঠে একের পর এক সফলতা পেয়ে ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বর্তমানে মাঠের ক্রিকেটে নিয়মিত না হলেও রাজনৈতিক মাঠে একের পর এক সাফল্য দেখাচ্ছেন। নিজ এলাকা নড়াইলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
মাশরাফির কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মাশরাফিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। নিজ এলাকা কামাল প্রতাপের স্কুল, রাস্তা ও খেলার মাঠ উন্নয়নে বরাদ্ধ দেওয়ায় এলাকায় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে এ শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার শহরের সংসদ সদস্যের অফিসে কামাল পতাপ এস জে ইউনিয়ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি এস এম রেজাউল করিম টুলু ও প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ-এর নেতৃত্বে মাশরাফিকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যান্যদের মাঝে সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, সহকারী শিক্ষক ও বাংলাদেশ আইসিটি শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শামীমুর রহমান, সহকারী শিক্ষক শাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আ. হাই মুন্সি, এস এম মাহবুব আলম বিদ্যুৎ, সৈয়দ মোহাম্মাদ আলী, শেখ সাহাব উদ্দিন, বিজন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা জানানোর সময় প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ সংসদ সদস্য হিসেবে ‘স্যার সম্বোধন’ করলে মাশরাফি মানা করেন। মাশরাফি ভাই বলে ডাকতে বলেন।
অনুষ্ঠানে মাশরাফি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কথা ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন। তিনি দেশের রাস্তা-ঘাট, স্কুল-কলেজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমিও আমার সাধ্যমতো নড়াইলের সকল রাস্তা, স্কুল, মাদ্রাসা, মসজিদ-মন্দিরের এবং অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাব।
হাফিজুল নিলু/নড়াইল
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]