বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জাতীয় দলে নেওয়ার দাবি জানিয়ে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভক্তরা। শনিবার সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ‘মাশরাফি ফ্যান ক্লাব সিলেট’ নামের একটি সংগঠন। এ সময় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফিকে দলে দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকা সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। সমাবেশে মাশরাফি ফ্যান ক্লাব সিলেটের আহ্বায়ক আবদুল আলীমের সভাপতিত্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কাজী মাকসুদ।
বক্তারা বলেন, মাশরাফি এখনো ফুরিয়ে যাননি, যার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার পারফরম্যান্স। ক্রিকেট বাঙালির অনুভূতি এবং প্রাণভ্রোমরা মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নেওয়ার সামর্থ্য আছে মাশরাফির। যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিলে মাশরাফিকে দলে নিতেই হবে।
জানুয়ারিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওই সিরিজ দিয়ে করোনা পরবর্তী প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]