তারকা ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) আয়োজনে ২১ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হবে এ টুর্নামেন্ট।
পাঁচ দিনের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে স্থানীয় সার্কিট হাউজ মাঠে। মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন হবে ১০০ বলের নতুন ফরম্যাটে। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।
ময়মনসিংহের গর্ব মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, রাকিবুল হাসানরাও খেলবেন এ টুর্নামেন্টে। ঢাকা থেকে যোগ দেবেন জাতীয় তারকা মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইলিয়াস সানি, আরাফাত সানি, যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং তৌহিদ হৃদয়।
শুক্রবার (১১ ডিসেম্বর) ময়মনসিংহের মুকুল নিকেতন হাই স্কুলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। একই অনুষ্ঠানে ছয় দলের নাম ও লোগো প্রকাশ করা হয়। এছাড়া ড্রাফটের মাধ্যমে ছয় দল বেছে নেয় তাদের স্কোয়াড।
ছয় দল হলো- ময়মনসিংহ টাইগার, ময়মনসিংহ ঈগল, ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ থান্ডার। এই ছয় নামে খেলবে স্থানীয় দলগুলো।
দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল। গ্রুপ পর্বের খেলা শেষে ২৪ ডিসেম্বর সেমিফাইনাল ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ ও টুর্নামেন্ট চেয়ারম্যান মারুফ খান পাঠান উপস্থিত ছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]