ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে চ্যাম্পিয়ন নেত্রকোনা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০
ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে চ্যাম্পিয়ন নেত্রকোনা

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ দল। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

টি-টেন ফরমেটে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নেত্রকোনা জেলা দল ৫ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। ৯টি ছয় ও ১ চারে অপরাজিত ৬১ রান করেন নেত্রকোনার প্রান্ত। এছাড়া সামিউল ২ চার ও ১ ছয়ে ২৪ এবং ২ চার ১ ছয়ে ২১ রান করেন রাকিব। শেরপুরের পক্ষে সাইফুল ২৮ রান দিয়ে নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে গুটিয়ে যায়। শেরপুরের পক্ষে সাইফ ৩৫ রান, রবিউল ৩১ রান এবং সোহাগ ২৫ রান করেন। নেত্রকোনার পক্ষে বল হাতে মাহবুব ১৭ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট।

নেত্রকোনার অলরাউন্ডার প্রান্ত সাহা ফাইনাল ম্যাচে অপরাজিত ৬১ রান এবং পুরো টুর্নামেন্টে ১৬০ রানের পাশাপাশি ৮ উইকেট দখল করায় ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে। ময়মনসংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারন অর-রশীদ প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এ সময় পুলিশ সুপার ইনসার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৫ থানার ওসি এবং স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশ দল অংশগ্রহণ করে।

হাকিম বাবুল, শেরপুর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম ম্যাচেই সেরা সোহাগ গাজী

প্রথম ম্যাচেই সেরা সোহাগ গাজী

‘হয়রানির শিকার’ সাবিনার পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

‘হয়রানির শিকার’ সাবিনার পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মধুখালীর ঢুমাইন একাদশ

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মধুখালীর ঢুমাইন একাদশ