‘হয়রানির শিকার’ সাবিনার পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

এস এম হাবিবুল হাসান এস এম হাবিবুল হাসান প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৭ ডিসেম্বর ২০২০
‘হয়রানির শিকার’ সাবিনার পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নারী ফুটবলার সাবিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মামলা দিয়ে সাতক্ষীরা জেলা শহরের তমেজ উদ্দিনের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাবিনার বড় বোন শিরিনা খাতুন।

শনিবার (৫ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ‍লিখিত বক্তব্যে শিরিনা খাতুন বলেন, ‘আমার ছোট বোন সাবিনা খাতুন বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন। আমার বাবা সৈয়দ আলী ও মা মমতাজ বেগম ২০১৫ সালে স্থানীয় বাসিন্দা নজিরের কাছ থেকে ১১১৪৪, ১১১৮৫ ও ১১২৯২ দাগে ৫৮২৬ শতক জমি ক্রয় করেন। এছাড়া ২০১৯ সালে শামছুন্নাহারের কাছ থেকে ১১১৪৪, ১১২৬২, ১১১৮৫ ও ১১১৮৬ দাগে আমাদের পাঁচ বোনের নামে ৪২৫ শতকসহ মোট ৬ কাঠার একটু বেশি জমি ক্রয় করেন।’

‘এসব সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছি। কিন্তু শহরের কামালনগর এলাকার মৃত হামিজ উদ্দিন সরদারের ছেলে তমেজ উদ্দিন ২০১০ সালে উক্ত দাগে সম্পত্তি দাবি করে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। উল্লেখিত মামলা ছাড়াও তমেজ উদ্দিন একের পর এক পরিবারের সদস্যসহ আমাদের সহযোগিতাকারীদের বিরুদ্ধেও কমপক্ষে ১২টি মিথ্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে একটি মিথ্যা মামলায় ১২ জন নিরীহ মানুষ জেল খেটেছেন।’

তিনি বলেন, ‘এসব মামলার মধ্যে দেং-৭৩/১৯, মামলাটির ভিত্তিতে পুনরায় মিস কেস নং-২৯/১৯, দেং-১৫/২০, সিআরপি ১৪১/১৯, সিআর ৮৪৮/২০, সিআর ৪২১/২০-সহ আরও অনেক মিথ্যা মামলা আছে, যা আমাদের জানা নেই। তমেজ উদ্দিনের উদ্দেশ -এভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে অবৈধভাবে সম্পত্তি জবরদখল করে নেওয়া।’

শিরিনা খাতুন বলেন, ‘আমার ছোট বোন সাবিনা খাতুন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেন হওয়ায় প্রায়ই ঢাকায় থাকে। কিন্তু তাকেও একাধিক মিথ্যা মামলার আসামি করা হয়েছে। মাত্র একমাস আগে আমাদের বাবা মারা গেছেন। সাবিনা প্রায়ই ঢাকায় থাকে, একজন (বড় বোন) দেশের বাইরে থাকে। তমেজ উদ্দিনের অত্যাচার ও নির্যাতনের কারণে বাড়িতে আমরা তিন বোন দারুণ অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছি। এ অবস্থায় আমরা যাদের কাছে সাহায্য চাই তাদের নামেও মিথ্যা মামলা করে তমেজ উদ্দিন। ফলে মিথ্যা মামলায় হয়রানির হওয়ার ভয়ে আমাদের কেউ সহযোগিতা করতেও এগিয়ে আসছে না।’

সংবাদ সম্মেলনে অসহায়-নির্যাতিত পরিবারের সদস্য হিসেবে তমেজ উদ্দিনের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং ‘মিথ্যে মামলা’র দায় থেকে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেন সাবিনা বোন শিরিনা খাতুন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ‘বয়কট’

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ‘বয়কট’

প্রতিবেশীদের হামলায় আহত সাবিনা, দুইজন গ্রেফতার

প্রতিবেশীদের হামলায় আহত সাবিনা, দুইজন গ্রেফতার

বাবা হারালেন সাবিনা খাতুন

বাবা হারালেন সাবিনা খাতুন

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

এএফসির তৃণমূল ফুটবলে বাফুফের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা