রাজবাড়ীর বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাগুরা শ্রীপুরের জোকা ফুটবল একাদশকে হারিয়ে ফরিদপুরের মধুখালীর ঢুমাইন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে অমিমাংসিতভাবে খেলা শেষ হলে টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় মধুখালীর ঢুমাইন ফুটবল একাদশ।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারুয়া ইউনিয়ন সম্মিলিত যুব সমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মেলিত যুব সমাজের কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ঢুমাইন ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/রাজবাড়ী
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]