শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২২ নভেম্বর ২০২০
শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শুরু হয়েছে ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (২১ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে নূরপুর একাদশ জয়লাভ করেছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেমেন্টর উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ১৬টি দল হলো- নুরপুর একাদশ, রিয়াল মাদ্রিদ, পারমাণবিক একাদশ, রেলিং ফ্রেন্ডস, বেঙ্গল ফ্রেন্ডস, এফ এফ লাভারস, রয়েল সিক্সার্স, নছরতপুর একাদশ, এমএস একাদশ, কদমতলী একাদশ, পপুলার জিম সেন্টার, মারহাবা স্পোর্টিং ক্লাব, টিবিসি বয়েজ ক্লাব, তরুণ একাদশ, লিজেন্স অব শায়েস্তাগঞ্জ এবং নিউ বাদ্রার্স ক্রিকেট ক্লাব।
sportsmail24
অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। একই সাথে শরীর রাখে সুস্থ, মন থাকে ভালো। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে বলেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে এবং শায়েস্তাগঞ্জ নিউ ব্রাদার্স ক্রিকেট ক্লাবের পরিচালনায় টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন সৈয়দ সজীব ও ফজলুল হক নজির।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে কোয়াব হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সোহেল, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আল রিয়াদ, আছকির মিয়া, জামাল আহমেদ অনিক, সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান আল রিয়াদ/হবিগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ৪৫ ক্রীড়াবিদ-সংগঠককে আর্থিক অনুদান

করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ৪৫ ক্রীড়াবিদ-সংগঠককে আর্থিক অনুদান

সিরাজগঞ্জে ১২৩ জনের ম্যারাথন দৌড়

সিরাজগঞ্জে ১২৩ জনের ম্যারাথন দৌড়

কার্যালয় পেল সাতক্ষীরা আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন

কার্যালয় পেল সাতক্ষীরা আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন

নওগাঁয় প্রথমবারের মতো ফুটবল ম্যাচে নারী রেফারি

নওগাঁয় প্রথমবারের মতো ফুটবল ম্যাচে নারী রেফারি