জেএফএ কাপ চ্যাম্পিয়ন সাতক্ষীরা নারী ফুটবল দল

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:১২ এএম, ০৮ নভেম্বর ২০২০
জেএফএ কাপ চ্যাম্পিয়ন সাতক্ষীরা নারী ফুটবল দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বয়স ভিত্তিক জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়শীপে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা নারী ফুটবল একাদশ। স্বাগতিক কুষ্টিয়া জেলা নারী ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

শুক্রবার (৬ নভেম্বর) কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা ও স্বাগতিক কুষ্টিয়া জেলা নারী ফুটবল দলের মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধ গোল শূন্য ছিল উভয় দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় শিরিনের গোলে এগিয়ে যায় কুষ্টিয়া জেলা দল। গোল খেয়ে পিছিয়ে থেকে সাতক্ষীরা জেলা নারী দল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ফলও পায় তারা। গোল খাওয়ার ৫ মিনিটের মাথায় সুমাইয়ার দুর্দান্ত গোলে ১-১ সমতায় ফিরে সাতক্ষীরা জেলা নারী দল।
sportsmail24
সমতায় ফেরায় ম্যাচে টানটান উত্তেজনা বিরাজ করে। দু’দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা-আক্রমণে দর্শকরাও উল্লাস করেন।খেলার শেষ মুহূর্তে রাজিয়ার গোলে ২-১ লিড নেয় সাতক্ষীরা। শেষ পর্যন্ত আর কোন গোল না হওযায় ২-১ গোল এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা জেল নারী অ-১৪ দল।

সাতক্ষীরা জেলা নারী দলের সাথে টিম ম্যানেজার শেখ মাসুদ আলী, জেলা নারী ফুটবল দলের চেয়ারম্যান ও সাতক্ষীরা পৌর সভার নারী কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস্ প্রমুখ উপস্থিত ছিলেন।

জোন ভিত্তিক এ খেলায় বিজয়ী দল ঢাকার মূল পর্বে অংশগ্রহণ করবে। সে অনুযায়ী কুষ্টিয়া জোনে জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়শীপের বিজয়ী দল হলো সাতক্ষীরা।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) একই মাঠে ট্রাইব্রেকারে নড়াইল জেলাকে ৪-৩ গোলে পরাজিত করে ফাইনাল খেলার টিকিট লাভ করে সাতক্ষীরা।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলার মাঠেই প্রাণ হারালেন সিরাজগঞ্জের কৃতি ফুটবলার বাবলা

খেলার মাঠেই প্রাণ হারালেন সিরাজগঞ্জের কৃতি ফুটবলার বাবলা

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

সাড়া জাগিয়েছে কোয়াবের সিলেট কমিটি

সাড়া জাগিয়েছে কোয়াবের সিলেট কমিটি

কলারোয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেসিএ লায়নের বাজিমাত

কলারোয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেসিএ লায়নের বাজিমাত