খেলার মাঠেই প্রাণ হারালেন সিরাজগঞ্জের কৃতি ফুটবলার বাবলা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৭ নভেম্বর ২০২০
খেলার মাঠেই প্রাণ হারালেন সিরাজগঞ্জের কৃতি ফুটবলার বাবলা

সিরাজগঞ্জের সাবেক কৃতি ফুটবলার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, রহমতগঞ্জ ইয়াং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রশিদ বাবলা (৫৫) মারা গেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রহমতগঞ্জ সুতালকল খেলার মাঠে এক ফাইনাল খেলায় সাবেক খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার সময় স্ট্রোক করেন তিনি। পরে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে সিরাজগঞ্জ জেলার ত্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বাবলার এমন মৃত্যুতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন ও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়রা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তার পরিবার থেকে জানানো হয়, শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রহমতগঞ্জ সুতাকল মাঠে জানাজা শেষে রাহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।

এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জেলার কৃতি এ ফুটবলার। খেলা ছাড়াও তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ছোনগাছা শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নাজমুল ইসলাম/সিরাজগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

হবিগঞ্জকে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোরীরা

সাড়া জাগিয়েছে কোয়াবের সিলেট কমিটি

সাড়া জাগিয়েছে কোয়াবের সিলেট কমিটি

চাপালী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কোটচাঁদপুরে জয়

চাপালী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কোটচাঁদপুরে জয়

সুপারশপ ‘জয়’ উদ্বোধন করলেন সাকিব

সুপারশপ ‘জয়’ উদ্বোধন করলেন সাকিব