বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাসরুট/তৃণমূল কর্মসূচির আওতায় ২০২০ সালে নির্ধারিত চারটি গ্রাসরুট জোনের মধ্যে নীলফামারী জেলা অন্যতম। এ জেলায় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে তৃণমূলের কার্যক্রম।
এ লক্ষ্যে ২৭ থেকে ২৯ অক্টোবর (মঙ্গল-বৃহস্পতিবার) পর্যন্ত ছেলেদের চারটি বয়স ভিত্তিক গ্রুপ (৮ থেকে ১৮ বছর) এবং মেয়েদের দুটি বয়স ভিত্তিক গ্রুপের (৮ থেকে ১৫+ বছর) খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে। উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে খেলোয়াড় নিবন্ধন করা হবে।
খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য বাফুফের ফুটবল প্রশিক্ষক রাশেদ আহমেদ পাপ্পু ২৬ অক্টোবর থেকে নীলফামারীতে উপস্থিত থাকবেন। এছাড়া পুরো আয়োজনের দায়িত্বে থাকবেন বাফুফে কার্যনির্বাহী কমিটি সদস্য নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন।
ডিমলা স্পোর্টস একাডেমি ( Dimla Sports Academy- DSA) ডিমলা উপজেলা থেকে আগ্রহী ছেলে-মেয়েদের ২৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় শেখ কামাল স্টেডিয়ামে উপস্থিত থাকার বিষয়ে কাজ করছে। ডিএসএ-এর প্রতিনিধি আরিফ আরমান স্টেডিয়ামে উপস্থিত থেকে সহায়তা করবেন।
প্রয়েজনীয় সহযোগিতার জন্য 01740052185 মোবাইল নম্বরে এবং ডিমলা স্পোর্টস একাডেমির ফেসবুক পেজেই (facebook.com/DimlaSportsAcademy.Nilphamari) যোগাযোগ করতে বলা হয়েছে।
সাদ্দাম হোসেন রুবেল
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]