বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেলের প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। লটারিয় মাধ্যমে স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের মুক্তিযোদ্ধা মো. বদরুল ইসলাম খান বদু বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোট গণনা শেষে সাধারণ সম্পাদক পদে দু’জনই সমান সংখ্যক ভোট পান। পরে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিন্নুর রহমান লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের এ কে এম আনিছুর রহমান ৬৭ এবং স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদ মুক্তিযোদ্ধা মো. বদরুল ইসলাম খান বদু ৬৭ ভোট পান।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ৭টি পদের বিপরীতে এবার দুটি প্যানেলে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ৭১ ভোট, আশরাফুজ্জামান আশু ৬৯ ভোট, লটারির মাধ্যমে জেলা ক্লাব ঐক্য পরিষদের মো. মিজানুর রহমান চৌধুরী ৬৫ এবং শেখ আশরাফ আলী ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ফিরোজ আহম্মেদ ৬৫ ভোট, মুজিবর রহমান ৬০ ভোট, মেহেদী হাসান ৫৫ ভোট ও শেখ তহিদুর রহমান ডাবলু ৬২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে স্বাধীণতা ক্লাব ঐক্য পরিষদের মাহমুদ হাসান মুক্তি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্লাব ঐক্য পরিষদের কাজী কামরুজ্জামান পেয়েছেন ৬৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জেলা ক্লাব ঐক্য পরিষদের মীর তাজুল ইসলাম রিপন ৭২ ও সাঈদুর রহমান শাহীন ৭৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের শেখ আব্দুল কাদের ৬০ ভোট এবং শেখ মারুফুল হক ৬০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে জেলা ক্লাব ঐক্য পরিষদের আল আমিন কবির চৌধুরী ডেভিড ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ্ আলম হাসান শানু পেয়েছেন ৬৫ ভোট।
এদিকে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে এবারই প্রথম সর্বকনিষ্ঠ নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের শেখ তানজিম কামাল তমাল। তিনি পেয়েছেন ৭৯ ভোট।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের আ ম আখতারুজ্জামান মুকুল (৭২ ভোট), ইকবাল কবির খান বাপ্পি (৬৪ ভোট), ইমাদুল হক খান (৬৮ ভোট), কবিরুজ্জামান রুবেল (৭৩ ভোট), কাজী সাফিউল আযম (৬৮ ভোট) এবং উপজেলার সদস্য হিসাবে স ম সেলিম রেজা (৬২ ভোট)।
অপরদিকে, সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মো. ইদ্রিস আলী বাবু ৭৫ ভোট, কাজী আক্তার হোসেন ৭২ ভোট, খন্দকার আরিফ হাসান প্রিন্স ৭৪ ভোট, মো. আব্দুল মান্নান ৭৪ ভোট, মির্জা মনিরুজ্জামান কাকন ৭৯ ভোট, মো. লুৎফর রহমান সৈকত ৭২ ভোট, মো. রুহুল আমীন ৬৭ ভোট, শেখ তানজিম কামাল তমাল ৭৯ ভোট, শেখ হেদায়েতুল ইসলাম ৬৩ ভোট পেয়ে এবং নির্বাহী সদস্য উপজেলা জহুরুল হায়দার নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য মহিলা সংরক্ষিত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিমুন শামস্ এবং মিসেস ফারহা দিবা খান সাথী নির্বাচিত হয়েছেন।
পরাজিত নির্বাহী সদস্যরা উভয় প্যানেলের মো. আহম্মদ আলী সরদার ৬২ ভোট, এস এম আব্দুল গফ্ফার ৫৩ ভোট, কবীর উদ্দীন আহমেদ ৫৫ ভোট, খন্দকার বদরুল আলম ৫৪ ভোট, জি এম সাইফুল ইসলাম বাপ্পি ৫৫ ভোট, মো. আলতাফ হোসেন ৬০ ভোট, মো. ময়নুর আরেফিন ৪৫ ভোট, মো. রাশিদুজ্জামান সুমন ৬২ ভোট, মো. হাবিবুর রহমান ৫৭ ভোট, শেখ মনিরুজ্জামান ৬০ ভোট, শেখ রফিকুর রহমান লাল্টু ৫৯ ভোট, শেখ হাবিবুর রহিম রিন্টু ৬২ ভোট, সৈয়দ জয়নুল আবেদীন ৫৯ ভোট, হাফিজুর রহমান খান বিটু ৫৯ ভোট পেয়েছেন।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিন্নুর রহমান। এছাড়া প্রিসাইডিং অফিসার হিসেবে সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা এবং সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম দায়িত্ব পালন করেন।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]