সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে অতীতের কর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রচার চালিয়েছেন তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচন কেন্দ্র সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাব সেজেছে রমরমা সাজে। প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হবেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আগামী চার বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নেতা-নেত্রী। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে গণনা ও নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিন্নুর রহমান।
নির্বাচন এবার দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একদিকে আছেন মুক্তিযুদ্ধা মো. বদরুল ইসলাম খান বদুর নেতৃত্বে সাবেক-বর্তমান ক্রীড়া ব্যক্তি ও সংগঠক আশু-মুজিবর-মেহেদী-সান্টু ও বদুর স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদ। অপরদিকে আছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমানের নেতৃত্বে তরুণ ও সাবেক-বর্তমান ক্রীড়া ব্যক্তি ও সংগঠক মিজান-ফিরোজ-ডাবলু-আশরাফ ও আনিছের সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১৩৭ জন। যাদের মধ্যে নতুন ভোটার ৩৫ জন। নির্বাচনে উভয় প্যানেলে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্যানেলের প্রার্থীরা তাদের জয়ের ব্যপারে আশাবাদী।
নির্বাচন নিয়ে মো. বদরুল ইসলাম বদু বলেন, সাতক্ষীরা জেলার ক্লাবগুলোর উন্নয়নের জন্য স্বচ্ছ-জবাবদিহিতামূলক একটি আধুনিক ক্রীড়াঙ্গন তৈরি করব। এ জন্য সকলের সহযোগিতা আশা করি।
অপরদিকে এ কে এম আনিছুর রহমান বলেন, সাতক্ষীরা জেলার ক্লাবগুলো ও ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য গত চার বছর সফলতার সাথে কাজ করেছি। আগামীতে জয়ী হলে উন্নয়নের এ ধারাবাহিকতা চলমান রাখতে সচেষ্ট থাকব। সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]