ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২০
ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত

সবাই খেলেছেন, বিশ্রামের পরে আবারও মাঠে নেমেছেন, কেউ বসে থাকেননি। সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে রাজধানীর বসুন্ধরা সংলগ্ন ইনডোর ফুটসাল মাঠে হয়েছে সাবেক ফুটবলারদের এ মিলনমেলা।

যেখানে ফুটবল খেলাটাই মূখ্য নয়, সবাই এক জায়গায় হবেন, অনেকের সঙ্গে অনেক দিন পর দেখা হবে -এমন টানেই শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ফিফা অনুমোদিত বসুন্ধরার ইনডোরের সবুজ টার্ফের মাঠে মিলিত হয়েছিলেন।

ফুটবল হচ্ছে সিরাজগঞ্জ জনপদের সবচেয়ে জনঘনিষ্ঠ খেলা। বাংলাদেশের ফুটবলের রয়েছে এক গৌরবময় ইতিহাস। তবে প্রাণের এ খেলা এখন যেন দিশাহীন। হারিয়ে গেছে আগের সেই আবেগ, উন্মাদনা। নব্বই দশকে দেশের ফুটবলারদের নিয়ে মানুষ স্বপ্ন দেখতেন বিশ্বকাপে খেলার। সে সব এখন কল্প কথা।
sportsmail24
এদিকে শত ব্যস্ততার মাঝেও সোনালী অতীতের এ ফুটবল ম্যাচে খেলোয়াড়দের প্রাণবন্ত খেলায় আবেগময় হয়ে ওঠে পুরো আয়োজন। খেলায় দর্শকদের উত্তেজনায় মুখোরিত ছিল গ্যালারি।

সবুজ টার্ফে জ্বলজ্বল করছিল সাবেক তারকাদের মুখ। রাতের শুরুতে গায়ে রঙিন জার্সি ফুটবল প্রেমীদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল সোনালী অতীতে, মনে করিয়ে দিয়েছে ফুটবলের সোনালী দিনগুলোর কথা।

আকাশী আর নীল দলে ভাগ হয়ে সিরাজগঞ্জ সোনালী অতীতের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে খেললেন সাবেকরা। ফুটসালের নিয়মে খেলা ম্যাচে কল্লোলের একটি এবং মুনজুর আলম পান্নার জোড়া গোলে ৩-১ গোলে জয় পায় আকাশী দল। নীল দলের হয়ে একমাত্র গোলটি করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় মহিউদ্দিন ইবনুল সজিব সিরাজী।
sportsmail24
আকাশী দলের হয়ে আব্দুল মালেক, মুনজুর আলম পান্না, রেজাউল করিম, মতিন, লিপন (গোলকিপার), রোকন, হাফিজুল, সেলিম রেজা, কল্লোল ও নাজমুল মাঠে নামেন। অন্যদিকে নীল দলে হয়ে মাঠে নামেন মাসুদ রানা, মহিউদ্দিন ইবনুল সজিব, রেজাউল করিম খোকন, ইকো, প্রবির কুমার ( গোলকিপার), জাহাঙ্গীর আলম, চঞ্চল, বিল্লাল ফারদিন ও মোকলেছুর রহমান।

সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের সভাপতি মাসুদ রানা জানান, গত বছর থেকে এ ধরনের আয়োজন করছি। মূলত ঢাকার বসুন্ধরা এলাকায় ঢাকাস্থ সিরাজগঞ্জের সাবেক খেলোয়াড়দের মাঝে সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই আমাদের মুল লক্ষ্য।

খেলার শুরু হওয়ার আগে মাঠে উপস্থিত হয়ে উভয় দলের খেলায়াড়দের শুভেচ্ছা জানান বসুন্ধরা কিংসের সভাপতি বাফুফের নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী ইমরুল হাসান, একই প্যানেলের সদস্য প্রার্থী সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন, সত্যজিৎ দাশ রুপু, অমিত খান শুভ্র, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।

এছাড়া ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুম বিল্লাল ফারদিন, ক্রীড়া সংগঠক সেলিম সাদ, দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী, কাওসার আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

নাজমুল ইসলাম/সিরাজগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির হার, নেইমারসহ পাঁচজনকে লাল কার্ড

পিএসজির হার, নেইমারসহ পাঁচজনকে লাল কার্ড

সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

করোনা থাকলেও নির্ধারিত সময়ে অলিম্পিক অনুষ্ঠিত হবে

করোনা থাকলেও নির্ধারিত সময়ে অলিম্পিক অনুষ্ঠিত হবে

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন