সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০
সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর ঐতিহ্যবাহী বসুন্ধরার ইনডোর ফুটবল মাঠে তারকা খেলোয়াড়দের নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে আকাশী ও নীল দলে বিভক্তি হয়ে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নীল দলকে ৩-১ গোলে হারিয়ে আকাশী দল জয়লাভ করে।

খেলা শুরু হওয়ার আগে বসুন্ধরা কিংসের সভাপতি আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-২০২০ এর নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্যানেলের সহ-সভাপতি প্রার্থী ইমরুল হাসান, একই প্যানেলের সদস্য প্রার্থী সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন, সত্যজিৎ দাশ রুপু, অমিত খান শুভ্র, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু বক্তব্য রাখেন।
sportsmail24
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলেয়ে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে শক্তহাতে ভূমিকা রাখতে হবে।দেশে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তাদের মানের এবং ফুটবলের অবকাঠামোর আরও উন্নতির জন্য খোলোয়াড়দের মৌলিক বিষয়গুলো নিয়েও কাজ করতে হবে।

এ জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের আসন্ন নির্বাচনে সফল ও যোগ্য প্রার্থীদের সমর্থন দিয়ে পাশে থাকার আহ্বান জানান তারা।

ঢাকাস্থ সিরাজগঞ্জের সাবেক খেলোয়াড়দের মাঝে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবকে সুন্দর একটি প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য অতিথিরা ধন্যবাদ জানান।

এ সময় অন্যান্যদের মাঝে ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুম বিল্লাল ফারদিন, ক্রীড়া সংগঠক সেলিম সাদ, কাওসার আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

নাজমুল ইসলাম/সিরাজগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বজ্রপাতে দুই ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু

বজ্রপাতে দুই ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু

অনুদান পেলেন শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীরা

অনুদান পেলেন শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীরা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকায় ১০ শয্যার হাসপাতাল

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকায় ১০ শয্যার হাসপাতাল