শেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেলেন সাতজন অসচ্ছল, দুস্থ ও অসমর্থ ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকার চেক তুলে দেন।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে জানান, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০১৯-২০ অর্থবছরে শেরপুরের সাতজন অসচ্ছল, দুস্থ ও অসমর্থ ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়। প্রত্যেককে প্রতি মাস ২ হাজার টাকা হারে এক বছরের এককালীণ অনুদান হিসেবে ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
অনুদান পাওয়া সাতজন হলেন- সাবেক ফুটবলার ও রেফারি মো. জিন্নত আলী, মজিবুর রহমান, গোলাম মোস্তফা, জাকির হোসেন জাক্কু, ক্রিকেট কোচ মোখলেছুর রহমান স্বপন, নারী ক্রিকেটার রুমা আক্তার ও রূপা আক্তার।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেয়ে রেফারি ও সাবেক ফুটবলার মজিবুর রহমান বলেন, আমাদের মতো দেশে যারা খেলাধুলা করেন কিংবা খেলাধুলার সাথে জড়িত থাকেন তারা বেশিরভাগই বৈষয়িক বিষয়ে খুব মনোযোগ হন না। আবার অনেকেই দরিদ্র পরিবার থেকে ওঠে আসেন। যে কারণে অনেকক্ষেত্রেই আর্থিকভাবে দৈন্যতা থাকে।
তিনি বলেন, এ ধরনের অনুদান ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী, ক্রীড়া সংগঠকদের খেলাধুলার সাথে আরও সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। সরকারের এটি একটি মহৎ উদ্যোগ। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।
হাকিম বাবুল, শেরপুর
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]