রত্না ‘হত্যা’র বিচার ও সাইকেল লেনের দাবি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:১০ এএম, ২৯ আগস্ট ২০২০
রত্না ‘হত্যা’র বিচার ও সাইকেল লেনের দাবি

সড়ক দুর্ঘটানায় প্রাণ হারানো দৌড়বিদ, সাইক্লিস্ট ও পর্বতারোহী রেশমা নাহার রত্নার ‌‘হত্যা’র বিচার চেয়ে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধন থেকে প্রতিবাদের অংশ হিসেবে রাস্তায় সাইকেল লেনের দাবিও জানানো হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে চলনবিল রানার্স এবং সিরাজগঞ্জ রানার্স’র যৌথ আয়োজনে রাস্তায় সাইকেল লেনের দাবিতে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড় প্রতিযোগিতা সকাল ৬টায় সলঙ্গা ডিগ্রি কলেজ থেকে হাটিকুমরুল হাসানপুর এবং সেখান থেকে আবার সলঙ্গা ডিগ্রি কলেজে এসে ৭টা ১৫ মিনিটে শেষ হয়।

দৌড় প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা ও সলঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববনদন অনুষ্ঠিত হয়। মানবন্ধন থেকে দৌড়বিদ, সাইক্লিস্ট ও পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে সড়কে ‘হত্যা’ করা হয়েছে উল্লেখ করে দ্রুত বিচারের দাবি জানানো হয়।
sportsmail24
মানববন্ধনে সিরাজগঞ্জ রানার্স’র এডমিন ডা. প্রণব কুমার সাহা, এস এম আসমাউল শাওন, মো. সামিউল ইসলাম, মো. আরিফুল ইসলাম, চলনবিল রানার্স’র এডমিন ও চলনবিল হাফ ম্যারাথনের আয়োজক প্রশান্ত কেরকেটা উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মাঝে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিক দত্ত, জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক বিজয় দত্ত ( কিরণ), বিশিষ্ট ব্যবসায়ী রাজিব সাহা, আইনজীবী মো. মশিউর রহমান, সিরাজগঞ্জ সাইক্লিস্ট গ্রুপের মার্টিন,বাসুদেব ও সুনীল প্রমুখ উপস্থিত ছিলেন।

৭ আগস্ট (শুক্রবার) সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্দ্যান সড়কে সাইকেলে আরোহন অবস্থায় একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পর্বতারোহী রেশমা নাহার রত্না। ঘটনার দুই সপ্তাহ পর মাইক্রোবাসসহ ঘাতক চালককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছেন পুলিশ।

নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোভিড-১৯ যুব পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

কোভিড-১৯ যুব পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দেশের ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই : রুহুল আমিন

দেশের ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই : রুহুল আমিন

শেখ কামালের জন্মদিনে অনুদান পেল শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদরা

শেখ কামালের জন্মদিনে অনুদান পেল শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদরা

সাতক্ষীরার শ্যামনগরে বয়স্কদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরার শ্যামনগরে বয়স্কদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট