যশোরের বেনাপোল ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মেহেদী হাসান গগা (৫১) মারা গেছেন। গত বুধবার দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
শার্শা এলাকার কৃতি ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিলের সেজ ভাই ও বারিপোতা গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের ছেলে। প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে বেনাপোলসহ নাভারন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মেজ ভাই অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, গগা বুধবার রাতে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। সময় ক্ষেপণ না করে যশোরের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি এলাকায় পৌঁছালে রাত দেড়টার সময় গাড়িতেই তিনি মারা যান।
বৃহস্পতিবার বাদ আসর সরদার বারিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, সহ-সভাপতি সালে আহম্মেদ মিন্টু, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিন আলম বাদল, শার্শা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেন।
জামাল হোসেন, যশোর
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]