শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭। উদ্বোধনী খেলায় শেরপুর জেলা পুলিশ দল ৩২ রানে ময়মনসিংহ জেলা পুলিশ দলকে পরাজিত করেছে।
নির্ধারিত ১০ ওভারের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল ৯ উইকেট হারিয়ে ৭৭ রান করে। জবাবে ময়মনসিংহ জেলা দল নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান তুলতে সমর্থ হয়। শেরপুরের উইকেট কিপার ব্যাটসম্যান সোহাগ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন।
দিনের আরেক খেলায় জামালপুর জেলা পুলিশ দলকে ১০ উইকেটে পরাজিত করেছে নেত্রকোনা জেলা পুলিশ দল। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জামালপুর জেলা ৪ উইকেট হারিয়ে ৪০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ তুলে নেয়। নেত্রকোনার অলরাউন্ডার সাদ্দাম ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিত দুটি ম্যাচের আগে শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদ্য অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পাওয়া শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাঙ্গাগীর আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের চার জেলা শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ পুলিশ দল অংশগ্রহণ করছে।