মাদকবিরোধী ফুটবলে বিবাহিতদের হারিয়ে দিল অবিবাহিতরা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৫৮ এএম, ১২ জুলাই ২০২০
মাদকবিরোধী ফুটবলে বিবাহিতদের হারিয়ে দিল অবিবাহিতরা

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী কর্মসূচি হিসেবে বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷ করোনাকালে স্থানীয় তরুণ সমাজকে নানা অপকর্ম থেকে বিরত রাখতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার দামোদরকাটি শেখপাড়া ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়৷ খেলায় অবিবাহিত ফুটবল একাদশ বিবাহিত একাদশকে ৩-১ গোলে পরাজিত করেছে।

প্রীতি ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ হান্নান। অবিবাহিত একাদশ দলের হয়ে মাঠে নামেন- শেখ রাসেল, শেখ জয়, শেখ সোহেল রানা, শেখ মুকিত, শেখ আরমান, শেখ খালিদ রিপন, শেখ সোবহান, মো. সাগর, মো. ইমন ও শেখ আসিফ।

এছাড়া বিবাহিত একাদশ দলের হয়ে মাঠে নামেন- শেখ রবিউল, শেখ সজিব, শেখ সাকিব, শেখ তাইজুল, শেখ সফিজুল, শেখ হারুন, পল্টু, শেখ শহীদ, আল আমিন, শেখ রায়হান, গফ্ফার ও বক্কার।

খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাদক থেকে দূরে রাখতে যুবকদের মাঝে ফুটবল বিতরণ

মাদক থেকে দূরে রাখতে যুবকদের মাঝে ফুটবল বিতরণ

করোনায় যশোরের ব্যস্ত ক্রীড়াঙ্গণে সুনসান নীরবতা

করোনায় যশোরের ব্যস্ত ক্রীড়াঙ্গণে সুনসান নীরবতা

কপাল পুড়লো ইসলামপুরের, ফাইনালে দেওয়ানগঞ্জ

কপাল পুড়লো ইসলামপুরের, ফাইনালে দেওয়ানগঞ্জ

বড় জয়ে এইচপিএলের ফাইনালে আকন্দ রাইডার্স

বড় জয়ে এইচপিএলের ফাইনালে আকন্দ রাইডার্স