সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী কর্মসূচি হিসেবে বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷ করোনাকালে স্থানীয় তরুণ সমাজকে নানা অপকর্ম থেকে বিরত রাখতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার দামোদরকাটি শেখপাড়া ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়৷ খেলায় অবিবাহিত ফুটবল একাদশ বিবাহিত একাদশকে ৩-১ গোলে পরাজিত করেছে।
প্রীতি ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ হান্নান। অবিবাহিত একাদশ দলের হয়ে মাঠে নামেন- শেখ রাসেল, শেখ জয়, শেখ সোহেল রানা, শেখ মুকিত, শেখ আরমান, শেখ খালিদ রিপন, শেখ সোবহান, মো. সাগর, মো. ইমন ও শেখ আসিফ।
এছাড়া বিবাহিত একাদশ দলের হয়ে মাঠে নামেন- শেখ রবিউল, শেখ সজিব, শেখ সাকিব, শেখ তাইজুল, শেখ সফিজুল, শেখ হারুন, পল্টু, শেখ শহীদ, আল আমিন, শেখ রায়হান, গফ্ফার ও বক্কার।
খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]