ক্রিকেটের স্বার্থে কোয়াব’র বরগুনা জেলা কমিটির যাত্রা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:০৪ এএম, ৩০ জুন ২০২০
ক্রিকেটের স্বার্থে কোয়াব’র বরগুনা জেলা কমিটির যাত্রা

সভাপতি শাওন তালুকদার ও সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম (বা থেকে)

ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ এবং বিপদে পাশে থাকার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর বরগুনা জেলা কমিটি। সোমবার (২৯ জুন) বরগুনা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

২১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনা জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাওন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটার ও বরগুনা জেলা দলের অধিনায়ক মো. মইনুল ইসলাম।

সদ্য যাত্রা করা সংগঠনটির নেতৃস্থানীয়রা জানান, অনেক বছর ধরে বরগুনার বিভিন্ন স্থানে অসংখ্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এতে বরগুনার সহস্রাধিক খেলোয়ার অংশ নিচ্ছেন। এছাড়াও বরগুনার বয়সভিত্তিক ক্রিকেট দলসহ জেলা দলেরও অনেক খেলোয়াড় রয়েছেন। কিন্তু এসব খেলোয়ারদের সমস্যা সমাধানে বা বিপদে কিংবা ক্রিকেটের উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখার মতো বরগুনায় কোন সংগঠন তৈরি হয়নি। এ কারণে বরগুনায় ক্রিকেট খেলোয়াড় তৈরি বাঁধাগ্রস্ত হচ্ছে। তাই ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণের প্রত্যয় নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম বলেন, ‘খেলোয়াড় তৈরি বা বৃদ্ধিতে বরগুনার ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অধিক খেলোয়াড়ের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এতে জেলার সর্বত্র ছড়িয়ে থাকা ভালো খেলোয়াড়দের খুঁজে পাওয়া যাবে। এছাড়াও আর্থিকভাবে অভাবে থাকা খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর পাশাপাশি বয়সভিত্তিক খেলোয়াড়দের উন্নয়নেও কাজ করার প্রত্যাশা রয়েছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের অনুশীলনের মান উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রতিবছর টুর্নামেন্টের মানও উন্নয়ন করা হবে। তাছাড়া খেলোয়াড়দের সকল সমস্যা এবং সম্ভাবনায় আমরা সবসময় তাদের পাশে থাকবো।’

মো. সাইফুল ইসলাম মিরাজ/বরগুনা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের পাশে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা

দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের পাশে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

ইংল্যান্ড সফরকে ‘ঐতিহাসিক’ বলছে পাকিস্তান

যেভাবে শুরু হয় আইপিএলের খেলোয়াড় নিলাম

যেভাবে শুরু হয় আইপিএলের খেলোয়াড় নিলাম

সাতক্ষীরার তালায় ক্রীড়া সামগ্রী পেল ক্ষুদে ফুটবলাররা

সাতক্ষীরার তালায় ক্রীড়া সামগ্রী পেল ক্ষুদে ফুটবলাররা